মোবাইলে কিবোর্ড এবং মাউস ব্যবহার করে কম্পিউটারের মত টাইপিং প্র্যাকটিস করুন। এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে মোবাইল দিয়ে কিবোর্ড এবং মাউস ব্যবহার করে কম্পিউটারের মত টাইপিং প্র্যাকটিস করবেন। যাদের বর্তমানে কম্পিউটার কেনার সামর্থ নেই বাট ইনফিউচারে কম্পিউটার নিয়ে কাজ করবেন ভাবছেন তারা কিন্তু আমার এই ভিডিওর দেখানো সিস্টেম ফলে করে টাইপিং প্র্যাকটিসটা করতে পারেন। এতে করে আপনি নিজেকে সময়ের সাথে এগিয়ে রাখতে পারবেন। তাছাড়া যারা কাম-কম্পিউটার পদে জব করার চিন্তাভাবনায় আছে তারা কিন্তু টাইপিং শেখার জন্য কম্পিউটার না কিনেও আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে টাইপিং প্র্যাকটিস শুরু করে দিতে পারেন । উপকরণ: কিবোর্ড, মাউস, ইউএসবি হাব, ইউএসবি এডাবটার। দাম: ৫০০+৩৫০+ ১৫০+৭০= 1070 টাকার আশেপাশেই আপনারা এই উপকরণ গুলো পেয়ে যাবেন। উপকরণের মান বিবেচনায় দাম কম বেশি হবে। এগুলো কিভাবে সেটাপ করবেন এবং কিভাবে মোবাইলের সাথে কিবোর্ড মাউস যুক্ত করবেন এই ভিডিওতে আমি সুন্দর ভাবে দেখিয়েছি।











